ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করলেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন

আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করলেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন

ফায়ারফাইটারদের জন্য আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সটি উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্র্রদূত রামিস সেন। গতকাল সকাল ১০টায় ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। অনুষ্ঠানে তুরস্কের ফায়ারফাইটার প্রশিক্ষণ প্রধান লতিফ এরদোগানসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ, তুরস্ক দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিঃ, পরিঃ ও উন্নঃ), পরিচালক (অপাঃ ও মেইনঃ), ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন তুরস্কের ফায়ারফাইটাদের প্রধান প্রশিক্ষক জনাব লতিফ এরদোগান। এরপর প্রধান অতিথি তার বক্তব্য রাখেন। এসময় তিনি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারীদলের সাথে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণের কথা উল্লেখ করে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দু’দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোড়দার হবে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন- পারস্পরিক যোগাযোগ ও সফরের মাধ্যমে এ ক্ষেত্রে আমাদের সহযোগিতার পরিধি আরও বাড়ানো যেতে পারে।

সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বাংলাদেশের সাথে তুরস্কের পারস্পরিক সুসম্পর্কের কথা গুরুত্বের সাথে উল্লেখ করে প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অগ্নিনির্বাপ প্রশিক্ষণ শীর্ষক প্রশিক্ষণটি আগামী ৪ আগস্ট পর্যন্ত ফায়ার সার্ভিসের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত