ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতা ছড়া ও নাড়াইছড়ি মধ্যবর্তী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে গত শনিবার কাপ্তাই উপজেলার এক বাসিন্দা নিহত হয়েছে। তার নাম মামুন (৫৫)। তিনি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। পেশায় তিনি পোষ্য হাতির মাহুত হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, খাগড়াছড়ির দীঘিনালার জঙ্গলে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির পোষ্য হাতির মাহুত হিসেবে তিনি দেখাশোনা করতেন। গত শনিবার প্রতিদিনের মতো বনে ছেড়ে দিয়ে পোষ্য হাতিটিকে বুনো খাবার খাওয়াচ্ছিলেন। হঠাৎ হাতিটি একপর্যায়ে আক্রমণাত্মক হয়ে দেখাশোনার কাজে নিয়োজিত মাহুত মামুনকে আক্রমণ করে বসে এবং পা দিয়ে পিষ্ট করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গত শনিবার বিকালে মামুনের মরদেহ উপজেলার দুর্গম এলাকা ধনপাতা ও নাড়াইছড়ি মধ্যবর্তী এলাকা থেকে উদ্ধার করে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে, দীঘিনালা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, মরদেহটি গত শনিবার বিকালে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত