ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

স্থায়ী কমিটির বৈঠক

ম্যাস র‌্যাপিড ট্রানজিটের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার সুপারিশ

ম্যাস র‌্যাপিড ট্রানজিটের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার সুপারিশ

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-১ ও পাঁচ এবং নর্দার্ন রুট প্রজেক্টের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গত রোববার জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন ও রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন। বৈঠকে ৪ নম্বর সাব-কমিটির তদন্ত প্রতিবেদনের অগ্রগতি; ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) ও ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) ও নর্দার্ন রুট প্রকল্পের সর্বশেষ অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এ কাজগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করার সুপারিশ করা হয়েছে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪ নম্বর সাব-কমিটির তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। রিপোর্টে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ আর্থিক সংশ্লিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বিধায় তদন্ত কমিটির রিপোর্ট সম্পর্কে পরবর্তী সময়ে বিবেচনার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত