ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অপরাধ দমন

শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেল র‌্যাব-১২

শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেল র‌্যাব-১২

সিরাজগঞ্জের র‌্যাব-১২ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সভায় শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেয়েছে। গত রোববার দুপুরের দিকে র‌্যাব মহাপরিচালক কর্তৃক সদর দপ্তরে অপরাধ সভায় এ স্বীকৃতি দেয়া হয়। র‌্যাব-১২-এরর (ভারপ্রাপ্ত) অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ এ স্লোগানকে সামনে নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ডাকাত দল-অপরাধ চক্র, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যা এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এর আগে যেসব চরমপন্থি সর্বহারা সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‌্যাব-১২।

এসব কাজের ধারাবাহিকতার স্বীকৃতিস্বরূপ র‌্যাব ফোর্সেস-এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম র‌্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনকে পিপিএম, শ্রেষ্ঠ ব্যাটালিয়নের বিশেষ সম্মাননা প্রদান করেছেন। র‌্যাব-১২-এর এ সম্মাননা গৌরবের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত