ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

হাঁটু গেড়ে প্রেম প্রস্তাবের রহস্য!

হাঁটু গেড়ে প্রেম প্রস্তাবের রহস্য!

সিনেমায় প্রায়ই একটি রোম্যান্টিক দৃশ্য দেখি আমরা। হাঁটু গেড়ে বসে ফুল কিংবা আংটি এগিয়ে একজন তার ভালোবাসার মানুষকে নিজের অনুভূতির কথা জানাচ্ছে। এই দৃশ্য দেখতে সবারই ভালো লাগে। কেবল সিনেমা নয়, বাস্তব জীবনেও অনেক মানুষ তার প্রিয়জনকে প্রপোজ করতে হাঁটু গেড়ে বসেন। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন হাঁটু গেড়েই প্রেমের প্রস্তাব দেওয়া হয়? এর পেছনে কি কোনো কারণ রয়েছে? প্রপোজ করার সবচেয়ে ভালো উপায় হাঁটু গেড়ে বসা। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এই শৈলীটি প্রতিশ্রুতির একটি চিহ্ন।

এই রীতি কবে থেকে শুরু তার কোনো লিখিত প্রমাণ নেই। তবে এই স্টাইলকে প্রতিশ্রুতিরই চিহ্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, মধ্যযুগে এই প্রথার শুরু। সে যুগে যোদ্ধারা অভিজাত নারীদের সামনে হাঁটু গেড়ে মাথা নত করতেন। একই সময়ে, নতজানু অনেক আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানের জন্য এটি একটি প্রোটোকল হিসাবে ব্যবহৃত হতো। সেই সময়ের অনেক চিত্রকর্মে এর আভাস পাওয়া যায়। তখন নাইটরা তাদের প্রভুর সামনে নতজানু হয়ে থাকত। এটি ছিল সম্মানের চিহ্ন।

বর্তমানে যে হাঁটুতে মাথা নিচু করে প্রপোজ করা হয় এটি জীবনসঙ্গীর প্রতি সম্মানের লক্ষণ। এইভাবে প্রস্তাব করে, তারা জানায় যে তাদের পুরো জীবন এখন অন্যের হাতে। এই আশা করে যে অপর সঙ্গীটি দয়ালু এবং প্রেমময় হবে। সাধারণত মানুষ ডান হাঁটু গেড়ে, বাম পায়ে ভর করে প্রস্তাব দেয়। এর কারণ হলো অনেকেই প্রপোজ করার জন্য বেশি ডান হাত ব্যবহার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত