ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার

হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার

আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুর-এর উদ্যোগে আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ)-এর ১৫০তম জন্মবার্ষিকী (সার্ধশত বার্ষিকী) উপলক্ষ্যে ‘খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ)-এর স্বাস্থ্যভাবনা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। গত সোমবার হাসপাতালের নিজস্ব অডিটরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুর-এর পরিচালক কাজী ফরহাদ আলভী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর কাজী শরিফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মোল্লা। এছাড়া হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের রূপকার ডেপুটি ডিরেক্টর সিনিয়র কনসালটেন্ট ডা. সুব্রত মিস্ত্রী ‘খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ)-এর স্বাস্থ্যভাবনা’র ওপর তার সংক্ষিপ্ত এবং তথ্যবহুল আলোচনার সূত্রপাত করেন।

পরবর্তীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মোল্লা বক্তব্য দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর কাজী শরিফুল আলম খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ওপর একটি ভিডিও ক্লিপস প্রদর্শন করেন এবং মিশন প্রতিষ্ঠাতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভাপতির ভাষণে আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুর-এর পরিচালক কাজী ফরহাদ আলভী আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠাতার জীবনের ওপর কয়েকটি ঘটনা, যা আহ্ছানিয়া মিশনের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত