বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য যে কোনো অনির্বাচিত সরকারকে মেনে নিবে না বিএনএফ। তিনি বলেন, ‘বিএনএফ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে। নির্বাচনকালে একটি নির্বাচনকালীন সরকার থাকবে। সংবিধান অনুযায়ী সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’
গত সোমবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে বিএনএফ’র চতুর্থ জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে আবুল কালাম আজাদ এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনএফ’কে ডাকা হলে বিএনএফ সহযোগিতা করার জন্য সাড়া দিবে। দেশের সাংবিধানিক ধারাকে সমুন্নত রাখতে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। কাউন্সিলে দলের প্রেসিডেন্ট পদে সাবেক সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ এবং মহাসচিব পদে ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ পুনর্নির্বাচিত হন।
বিএনএফের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান খান নাজিম, এওয়াইএম কামরুল ইসলাম, মমতাজ সুলতানা আহমেদ, অ্যাডভোকেট এসএম ইসলাম, শফিউল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম জেন্টু, সাইফুল ইসলাম, সৈয়দ মাহবুব আজাদ, রিয়াদুল আহসান চৌধুরী, সজিব কায়সার মিথুনসহ ৫৬ জেলা থেকে আগত কাউন্সিলর ও ডেলিগেটরা।