ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেরামতকাজের জন্য তিন মাস বন্ধ থাকবে কালুরঘাট সেতু

মেরামতকাজের জন্য তিন মাস বন্ধ থাকবে কালুরঘাট সেতু

কর্ণফুলী নদীর উপর পুরোনো কালুরঘাট সেতু গতকাল মঙ্গলবার বন্ধ করে দেয়া হয়েছে। মেরামত কাজের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তিন মাস বন্ধ থাকবে এই সেতু। আগামী অক্টোবরের শেষ দিকে এই সেতু খুলে দেয়ার শিডিউল রয়েছে। সেতুর ওপর দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সংস্কারের পর এই সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজারে যাত্রীবাহী ট্রেন ছুটবে। সেতুর নিচ দিয়ে ফেরি সার্ভিসের মাধ্যমে যানবাহন চলাচল করবে। আগামী সেপ্টেম্বরে কক্সবাজার রুটে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য জরুরি ভিত্তিতে সেতুর ট্রেন লাইনসহ সেতুর ডেকিং, পাটাতন মেরামতের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ সংস্কার কাজের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সেতু বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ের প্রকৌশল বিভাগ।

গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, বর্ষণে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এতে ফেরি চলাচলের জন্য স্থাপন করা পন্টুন ডুবে যায়। এজন্য যানবাহন পারাপারে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। পরে ভাটার সময় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, কালুরঘাট সেতু সংস্কার কাজের সময় ডেকিং ডিসমেন্টলিং (খোলা) কাজ শুরু করা হবে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইটে নির্মাণসামগ্রী ও ইক্যুইপমেন্ট মোবিলাইজেশন শুরু করেছে। সেতু সংস্কার ও নবায়নের পাশাপাশি পথচারীদের পারাপারের জন্য নতুনভাবে পৃথক একটি ওয়াকওয়ে নির্মাণ করা হবে। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ জুন বুয়েটের পরামর্শ অনুযায়ী সেতুটি মেরামতের জন্য রেলওয়ের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়। ৫৫ কোটি টাকা ব্যয়ে শতবর্ষী জরাজীর্ণ এই সেতু সংস্কার করে কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের উপযোগী করা হবে। এদিকে সেতুর নিচ দিয়ে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। মোট তিনটি ফেরির ব্যবস্থা রয়েছে। দুটি ফেরি চলাচল করবে। আর একটি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ফেরির টোলের হার নির্ধারণ করা হলেও টোল আদায়ে কোনো ইজারাদার পায়নি সড়ক ও জনপথ বিভাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত