ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভুয়া আইডি কার্ডসহ প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ভুয়া আইডি কার্ডসহ প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিবপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রতারক শামিম সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের লাল মিয়ার ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রতারক শামিম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে লোকজনকে চাকরি ও লোন তুলে দেয়াসহ বিভিন্ন লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। উল্লাপাড়া পৌর এলাকার সিংহগাতী মহল্লার কামরুলকে বাংলাদেশ ব্যাংক থেকে লোন তুলে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। দীর্ঘদিন পার হলেও লোন তুলে না দেয়ায় তিনি গত সোমবার সকালে থানায় অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার একাধিক ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ প্রতারণায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত