বিএসএমএমইউয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। প্রতিষ্ঠানটি বলেছে, এখন থেকে আর রোগীদের সকালে এসে লাইন দাঁড়িয়ে ভিড়ের মধ্যে টিকিট কাটতে হবে না। এতে করে রোগীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। অনুষ্ঠানে জানানো হয়, একজন রোগী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিএসএমএমইউ ডট ইডিইউ ডট বিডিতে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তার প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। জানা গেছে, প্রথম ধাপে ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। বর্তমানে প্রতিদিন ১ হাজার ৬৫০ রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি করা হবে এবং অনলাইন পদ্ধতির ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় হলো, সকাল ০৮:৩০ - ০৯:২৯, সকাল ০৯:৩০ মি. - ১০:২৯ মি, সকাল ১০:৩০ মি. - ১১:২৯ মি এবং দুপুর ১২:৩০ মি.- ০১:২৯ মিনিট। উদ্বোধনী অনুষ্ঠানে কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন আইটি অফিসের ইনচার্জ ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।