চাকরির ইন্টারভিউ কিংবা অনেকের মাঝে কথা বলতে গিয়ে অনেকেই ইতস্ততবোধ করেন, ঘাবড়ে যান। আত্মবিশ্বাসের অভাবে প্রতিনিয়তই যারা এমন সমস্যায় পড়েন, তাদের জন্য অভিনব আবিষ্কার নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। চ্যাটজিপিটিযুক্ত চশমা ‘রিজজিপিটি’ব্যক্তির সামনে প্রশ্নকর্তার প্রশ্ন বুঝে সম্ভাব্য উত্তরের ধরন সাজিয়ে দেবে, যা চশমার স্ক্রিনে ভেসে উঠবে। এতে উত্তরদাতার আত্মবিশ্বাস বেড়ে যাবে। দলের নেতৃত্ব প্রদানকারী যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্রিয়ান চিয়াং জানান, কথা বলতে গিয়ে যারা ঘাবড়ে যান এবং যোগাযোগ করতে গিয়ে নানা সমস্যায় পড়েন তাদের আত্মবিশ্বাস বাড়াতে এই প্রযুক্তি কাজে লাগবে। ওই চশমা পরে ডেটিং বা চাকরির সাক্ষাৎকারে বিপত্তি ঘটবে কি না, তা এখনো জানা যায়নি। ওই চশমার একটি গ্লাসে যুক্ত করা হয়েছে ক্যামেরা ও মাইক্রোফোন। কথা শুনে তা ট্রানস্ক্রাইব করে চ্যাটজিপিটির কাছে পাঠানো হলে চ্যাটজিপিটি থেকে উত্তর পাওয়া যায়, তবে ওয়াইফাইয়ে যুক্ত থাকতে হবে। ডিভাইসটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। আপাতত এর বাগ বা ত্রুটি সারানোর চেষ্টা করছে গবেষক দল।