ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ৩৭

সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ৩৭

সিরাজগঞ্জ পৌর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একডালা গাঁজার মোড় ও একডালা পূর্ণবাসন মহল্লার মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দুই মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন

ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল প্রায় দিনভর সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটানাস্থলে গিয়ে বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সংঘর্ষ এলাকা থেকে ২২ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে গত দুই দিনেও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আবারো সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত