জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিদেশযাত্রা ঠেকাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আপাতত সম্রাটের বিদেশে যেতে বাধা নেই।
সম্রাট নির্ধারিত সময়ে চিকিৎসা শেষে দেশে ফিরে এসে পাসপোর্ট জমা দেওয়ায় পর এ বিষয়ে শুনানি নিয়ে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন আদেশ দেন।
আদালতে গতকাল দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান আর সম্রাটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।