ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েটের ২৬ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিকের আদালতে ৩২ আসামির জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী তারা হাওরে ঘুরতে এসেছে। পুলিশ শুধুমাত্র সন্দেহের কারণে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান এবং সবাই মেধাবী শিক্ষার্থী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত