ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাটজিপিটিতে জীবনবৃত্তান্ত

চ্যাটজিপিটিতে জীবনবৃত্তান্ত

চ্যাটজিপিটির বেলায় শতভাগ সফল সব কাজের কাজি কথাটা। এটি বিভিন্ন কাজের সহকারী হিসেবে চমৎকারভাবে কাজ করছে। এর মাধ্যমে চিত্তাকর্ষক প্রফেশনাল সিভি (জীবনবৃত্তান্ত) লিখে নিতে পারবেন। জীবনবৃত্তান্তের সারসংক্ষেপ, দক্ষতা, কাজের অভিজ্ঞতাসহ আরো অনেক কিছুর সাহায্যে একটি উপযুক্ত সিভি তৈরি করতে পারবেন।

সারসংক্ষেপ লিখতে বলুন : চ্যাটজিপিটিকে প্রথমে আপনার কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিভির সারসংক্ষেপ লিখতে বলুন। কয়েক কথায় সারসংক্ষেপ সিভিকে আকর্ষণীয় ও প্রফেশনাল করে তুলবে। আপনার সম্পর্কে নিয়োগকারী প্রতিষ্ঠানের জানা সহজতর হওয়ার পাশাপাশি দেখতেও পরিপাটি মার্জিত লাগবে। অবশ্যই কাজের অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা জীবনবৃত্তান্তের সারসংক্ষেপে যোগ করুন। যদি এন্ট্রি লেভেলের চাকরি খোঁজেন, তাহলে ক্যারিয়ারের লক্ষ্য ফোকাসে রেখে সারসংক্ষেপ সাজান। এটি যেহেতু রোবট সেহেতু কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে, তাই লিখিয়ে আপনার মতো সাজিয়ে নিন।

কাজের অভিজ্ঞতা জানাতে বলুন : একটি আদর্শ ও প্রফেশনাল সিভির অন্যতম অংশ বিগত কাজের বিবরণ বা অভিজ্ঞতা। নিয়োগকারী প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি আগ্রহ থাকে এতে। তাই আপনার উপযুক্ত, জানাশোনা, বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা কাজের বিষয়ে অভিজ্ঞতা লিখতে বলুন। আপনার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনমতো চ্যাটজিপিটি ততটুকু অভিজ্ঞতা লিখে দেবে।

দক্ষতার বিবরণ জিজ্ঞাসা করুন : আপনি যেসব কাজে সিদ্ধহস্ত, যেসব কাজ বিগত সময় বিভিন্ন প্রতিষ্ঠানে করে এসেছেন, সেসব কাজের যোগ্যতা বিষয়ে কার্যকরী ভূমিকা লিখে দিতে চ্যাটজিপিটিকে বলুন।

জীবনবৃত্তান্ত ফরম্যাটে তৈরি : জীবনবৃত্তান্তে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, একাডেমিক, ব্যক্তিগতসহ সব ধরনের তথ্যাদি প্রদানের পর বলুন সিভির ফরম্যাটে সাজাতে, যাকে বলা হয় ডিজাইন। আপনার কাজ অনুযায়ী সিভির ডিজাইন বেছে নিতে পারেন, তবে সিভির ডিজাইন সব সময় সাধারণ রাখাই উত্তম।

প্রুফ রিড করতে বলুন : জীবনবৃত্তান্ত তৈরি শেষ হলে ব্যাকরণগত ভুল, অসংগত বাক্য, বানানসহ সব বিষয়াদি ত্রুটিমুক্ত করতে নির্দেশ দিন। চ্যাটজিপিটি ব্যাকরণগত সমস্যা পরীক্ষাকরণ, বাক্য পুনর্গঠন, বানান ত্রুটি শনাক্তকরণ বিষয়ে চমৎকার ভূমিকা রাখে। প্রয়োজনে আপনিও পুরো সিভিটা পুনরায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন। এতে সিভিটা প্রাঞ্জল, চমকপ্রদ, আকর্ষণীয়, প্রফেশনাল দেখাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত