ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বৈষম্য নিরসনের আশ্বাস

২৩ দিন পর ক্লাসে ফিরলেন বেসরকারি স্কুলের শিক্ষকরা

২৩ দিন পর ক্লাসে ফিরলেন বেসরকারি স্কুলের শিক্ষকরা

বৈষম্য নিরসনের আশ্বাসে ২৩ দিন পর ক্লাসে ফিরেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৫ লাখ শিক্ষক। গতকাল সকালে সারাদেশের বেসরকারি মাধ্যমিকে যথারীতি ক্লাস শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। দুই-তিন দিনের মধ্যে উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষকরা। বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, আমরণ অনশন কর্মসূচি স্থগিতের পর গতকাল শিক্ষকরা ক্লাসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন কারণে শিক্ষার্থীরা ক্লাসে কম এসেছে। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে গেছে বলেও জানান শিক্ষকরা। জাতীয়করণের আশ্বাস প্রসঙ্গে শিক্ষকরা জানান, উপমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। দ্রুত এ আশ্বাস বাস্তবায়ন হবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি শিক্ষকদের প্রতি সম্মান রেখে সরকার তা বাস্তবায়নে তৎপর হবে। বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিও শিক্ষকরা। কর্মসূচির শুরুর পর পুলিশ শিক্ষকদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ারও চেষ্টা করে। তারপরও শিক্ষকরা কর্মসূচিতে অনড় থাকেন। এর মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাদের সঙ্গে বৈঠক করে ক্লাসে ফেরার আহ্বান জানালেও তাতে সাড়া দেননি শিক্ষকরা। টানা ২১ দিন অবস্থান কর্মসূচির পর ১ আগস্ট থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। ঘোষণা অনুযায়ী ১ আগস্ট কাফনের কাপড় পরে অনশন করেন তারা। ওই দিন রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে শিক্ষকদের জাতীয়করণ বা বৈষম্য নিরসনের আশ্বাসে অনশন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতারা। তারা ২ আগস্টের মধ্যে শিক্ষকদের ঢাকা থেকে এলাকায় ফেরার এবং পরের দিন থেকে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত