ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত

টেকনাফে ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে মোহাম্মদ সালমান রহমান (২২) নামের এক কলেজপড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। মাদক ব্যবসার বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন এ হত্যা সংঘটিত করেছে বলে অভিযোগ পরিবারের। গত বুধবার রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলা নামমুড়া পাড়া হেলালের দোকানের সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাটমুড়া পাড়া হাফেজ আব্দুল খালেকের ছেলে এবং কক্সবাজার সিটি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী।

মোহাম্মদ সালমানের মামা জামাল উদ্দিন বলেন, হ্নীলা ৩ নম্বর ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার জাফর আলম ওরফে মাইক জাফরসহ তার একটি সিন্ডিকেট নাটমুড়া পাড়া এলাকার হেলালের দোকানের কাছে আরেকটি রুমে মদণ্ডইয়াবা সেবনসহ মাদক কারবার করে আসছিল। আমার ভাগিনা মোহাম্মদ সালমান প্রায় সময় তাদের এসব না করার জন্য বাধা দিত। একপর্যায়ে বুধবার রাত ১০টার দিকে জাফর আলমসহ তার গ্রুপের অন্য সদস্যরা হেলালের দোকানের সামনে অবস্থান নেয়। তখন আমার ভাগিনা বাজার থেকে ঘরের ফেরার সময় তাদের দেখলে তাদের চলে যেতে বলেন। এ ঘটনা নিয়ে তাদের মধ্যেই তখন কথাকাটাকাটি শুরু হলে জাফর আলমসহ তার অন্য সহযোগীরা তাকে ছুরিকাঘাত করলে মোহাম্মদ সালমান ঘটনাস্থল আহত হয়ে পরে যায়। পরবর্তীতে আমরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গত বুধবার রাতে হ্নীলা নাটমুড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত