চাঁদপুরে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার উদ্বোধন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শওকত আলী, চাঁদপুর
চাঁদপুরে এই প্রথম আধুনিক মানের মানসম্মত প্রক্রিয়ায় চিকিৎসা ব্যবস্থার আওতায় এনে ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাগত বক্তব্য রাখেন, ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইউনুছ উল্লাহ।
গতকাল বিকালে উদ্বোধনের পূর্বে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারের একার পক্ষে সব ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য বেসরকারি ভাবেও এগিয়ে আসতে হবে। আজকে মানুষ যে চিকিৎসাসেবা পাচ্ছে, আগে কিন্তু তা সম্ভব ছিল না। এখন বাংলাদেশেই কিন্তু সব ধরনের পরীক্ষা হয়। স্বাস্থ্য খাতে এই বিরাট পরিবর্তন এসেছে একমাত্র শেখ হাসিনার সময়েই।
মন্ত্রী বলেন, এই হাসপাতালটি যেহেতু স্পেশালাইজড, কাজেই অন্য হাসপাতালে ভুল হলেও এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নেই। রোগীর প্রতি সহমর্মিতা নিয়ে কাজ করতে হবে। হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। যাতে চিকিৎসা ক্ষেত্রে সত্যি সত্যি এটি ফেমাস হয়। আশা করছি এই হাসপাতাল তার সেবার মানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে চাঁদপুরবাসীকে চিকিৎসা দিয়ে যাবে। ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের পরিচালক সাংবাদিক বিএম হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন ও পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।