ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় ট্রাক চাপায় সাংবাদিক নিহত

কাপাসিয়ায় ট্রাক চাপায় সাংবাদিক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল শুক্রবার সকালে অবৈধ ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন শেখ মঞ্জুর হোসেন মিলন। তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি, বৈশাখী টিভি ও দৈনিক দিনকালের সাবেক গাজীপুর প্রতিনিধি ও কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জানা যায়, মঞ্জুর হোসেন মিলন গতকাল সকালে গাজীপুর থেকে তার নিজ বাড়ি কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলার কোট বাজালিয়া এলাকায় পৌঁছলে সকাল পৌনে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭-১০৮১) তাকে চাপা দেয়। চাকায় পিষ্ট হয়ে তার শরীর সম্পূর্ণ থেতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তিনি পাবুর গ্রামের আব্দুস সাঈদ শেখের ছেলে। তার দুইটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাপাসিয়া ও গাজীপুরের বিভিন্ন প্রেসক্লাব, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিকদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্থান্তর করা হলে গাজীপুর ও কাপাসিয়ায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত