ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটি পুলিশের পক্ষ থেকে বীর কুমার তংচঙ্গ্যাকে সংবর্ধনা

রাঙামাটি পুলিশের পক্ষ থেকে বীর কুমার তংচঙ্গ্যাকে সংবর্ধনা

গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং রক্ত দান করুন, মানুষের জীবন বাঁচান এই তিনটি বিষয় প্রচারণার চালি?য়ে বাই সাইকেলে ৬৪ জেলা ভ্রমণকারী কাপ্তাই উপ?জেলার বীর কুমার তঞ্চঙ্গ্যা’কে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল রোববার পু?লিশ সুপার কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সর্বপ্রথম বাই সাইকেলে মাত্র ৪০ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণকারী বীর কুমার তঞ্চঙ্গ্যা’কে তার এই অর্জনের জন্য পুলিশ সুপার মীর আবু তৌহিদ আন্তরিক অভিনন্দন জানান এবং শুভেচ্ছা স্মারক, উপহার ও নগদ অর্থ তুলে দেন।

বীর কুমার তঞ্চঙ্গা রাঙামাটি জেলা পুলিশ সুপারকে কৃতজ্ঞতা জা?নি?য়ে ভ?বিষ?্যতে সাইকেলে করে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করা ইচ্ছে প্রকাশ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) সাইকুল আহম্মেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

গত ৮ জুন বাই সাইকেলে ৬৪ জেলা ভ্রমণে বের হয়ে পড়েন। প্রথমে তিনি ফেনী জেলা অতিক্রম করে অন্যান্য জেলা ভ্রমণ শুরু করেন। ১৮ জুলাই ভ্রমণ শেষ ক?রে তি?নি রাঙামাটিতে ফিরে আ?সেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত