ল্যাপটপের ক্যামেরা নষ্ট হলে করণীয়
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ল্যাপটপের ক্যামেরা ওয়েব ক্যামসহ নানা কাজে ব্যবহার হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কল করতেও সহায়তা করে। তাই জরুরি এই গ্যাজেট নষ্ট হলে চিন্তার শেষ থাকে না। কোনো কারণে যদি দেখেন আপনার ল্যাপটপের সামনের ক্যামেরাটি কাজ করছে না, তাহলে তার পেছনে এই কারণগুলোও থাকতে পারে। সফটওয়্যার সমস্যা : কখনো কখনো ল্যাপটপের সামনের ক্যামেরা সঠিকভাবে কাজ করে না, তার সফটওয়্যার সমস্যার কারণে। তাই, আপনার ল্যাপটপের ক্ষেত্রেও যদি এমনটা হয়, তাহলে সেটি পুনরায় একবার চালু করে নিন। অনেক সময় ল্যাপটপ বন্ধ করে তা ফের চালু করলে তার অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়ে যায়।
ড্রাইভার আপডেট : সামনের ক্যামেরা সঠিকভাবে কাজ না করার আরেকটি কারণ হতে পারে যথা সময়ে ড্রাইভার আপডেট না করা। আপনার ল্যাপটপ ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে সর্বশেষ ফ্রন্ট ক্যামেরা ড্রাইভার ডাউনলোড করে নিতে হবে।
হার্ডওয়্যার সমস্যা : যদি সফটওয়্যার আপডেট করে বা ড্রাইভার আপডেট করার পরেও আপনার ল্যাপটপের সামনের ক্যামেরা ঠিক না হয়, তাহলে তা হার্ডওয়্যার সমস্যার লক্ষণও হতে পারে। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত আপনার। তারা ল্যাপটপের সামনের ক্যামেরা মেরামত করবে এবং সমস্যার সমাধান করবে। ল্যাপটপের সামনের ক্যামেরাটি মেরামত করার সময় সুরক্ষার কারণে তা বিশেষজ্ঞের কাছে হস্তান্তর করুন এবং পরিষেবা কেন্দ্রে নিয়ে গিয়েই তারপর মেরামত করুন। তাতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বা এমন পরিস্থিতিরও সৃষ্টি হবে না, যাতে আপনাকে আবার নতুন ল্যাপটপ কিনতে হয়।