গোপালগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসূচি শুরু

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যদিয়ে গতকাল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসূচি শুরু হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমীর সহযোগিতায় গতকাল বেলা ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুপুর ১২ টায় কুইজ প্রতিযোগিতা শহরের জেলা শিশু একাডেমীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা শিশু একাডেমির জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। ‘খ’ বিভাগে চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। খ বিভাগে চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বঙ্গমাতার জন্মভূমি’। ‘গ’ বিভাগে চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বঙ্গমাতার প্রতিকৃতি’।

ওই কর্মকর্তা আরো জানান, এরপর দুপুর ১২টায় ‘ক’ ও ‘খ’ বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও ‘খ’ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজের বিষয় ছিল ‘ বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ’।

চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম মঙ্গলবার (আজ) পুরস্কার বিতরণ করবেন। শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় গোপালগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রাতিষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।

এরপর সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম।

বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদ, কেন্দ্র্রীয় সার্বজনীন কালীবাড়িসহ জেলার অন্যান্য মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যদিয়ে গতকাল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসূচি শুরু হয়েছে। আজ শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মসজিদ, মন্দির, উপসনালয়ে প্রার্থনার মধ্যদিয়ে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী তার নিজ জেলা গোপালগঞ্জে উদযাপিত হবে।