ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

শোকাবহ আগস্টের সপ্তম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল দুপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপির নেতৃত্বে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে নেতারা বেদির পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ’৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও অন্যান্য শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতারা। দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় প্রার্থনা করা হয়। এ সময় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নারগিস রহমান, শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময়সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাধিসৌধ কমপ্লেক্সের অনেক ভবনে যান। সেখানে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ। এরপর নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর প্রতি শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাজ্জাদুল হাসান এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শক বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত