ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চিকিৎসকের মৃত্যু

আত্মহত্যা প্ররোচনা মামলায় স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার

আত্মহত্যা প্ররোচনা মামলায় স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে আরিফুল ইসলাম নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। গতকাল নিহত চিকিৎসকের বড় ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় মামলাটি করেন। মামলার পর নিহতের স্ত্রী ডা. শাহীন সুলতানা মিরা এবং মিরার দুই ভাই নাসির উদ্দিন ও এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু।

জেলার হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনের বাসিন্দা ডা. আরিফুল ইসলাম হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া এলাকায় ভাড়া বাসায় স্ত্রী মিরাকে নিয়ে বসবাস করতেন। সেখানে তারা হোসেনপুরে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক পরিচালনা করতেন।

গত ৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাড়া বাসার বন্ধ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করে। তবে, নিহতের স্বজনরা তাৎক্ষণিক হত্যার অভিযোগ তোলেন। অবশেষে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়। স্থানীয়রা জানান, প্রায়ই ঝগড়াঝাটি করতেন এই ভাড়াটিয়া চিকিৎসক দম্পতি। যা আশপাশের লোকজনও জানতেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত