ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক

বৃষ্টির পানি না নামায় যান চলাচল ব্যাহত

বৃষ্টির পানি না নামায় যান চলাচল ব্যাহত

ভারি বর্ষণ কিছুটা কমলেও খাল-জমি সয়লাব হওয়া পানি উপচে পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চন্দনাইশ অংশে। গতকাল মঙ্গলবার সড়ক ডুবে বিঘিœত হয় যানবাহন চলাচল। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে প্রায় ৩ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মন ইরফান। তিনি জানান, ভারি বর্ষণে জমি প্লাবিত হওয়া পানি এখন মহাসড়ক উপচে পড়ছে। সড়কের ওপর দিয়ে বইছে পানি। এতে গতকাল ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ কসাইপাড়া এলাকায় পানির নিচে সড়ক তলিয়ে যায়। যান চলাচল ব্যাহত হয়। এছাড়া গাছবাড়িয়া এলাকা থেকে বাগিচার হাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারের সড়কে যানজট দেখা দেয়। বিকালের দিকে যানজট কিছুটা কমলেও সড়ক থেকে পানির প্রবাহ কমেনি।

স্থানীয়রা জানান, মহাসড়কে পানির স্রোত বয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজারের পাশাপাশি বান্দরবান সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বড় গাড়িগুলো ধীরগতিতে চললেও ছোট যান চলাচল করতে পারছে না। পানি নেমে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। অন্যথায় যানবাহন চলাচল বিঘিœত হতে পারে। চন্দনাইশ উপজেলার হাসিমপুর কসাইপাড়া এলাকা, সাতকানিয়ার কেরানিহাট এলাকা, হাসমত আলী শিকদারের দোকান ও লোহাগাড়ার বারআউলিয়া ডিগ্রি কলেজের সামনে দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তায় আটকে পড়েছে কয়েকশ’ যানবাহন। এছাড়া দস্তিরদারহাট এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে বন্যার পানিতে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। পুকুর ডুবে চলে গেছে কয়েকশ’ পুকুরের মাছ। শত শত বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষজন মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। শতাধিক নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত