ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাইবার নিরাপত্তা আইন মানুষের সঙ্গে প্রতারণার শামিল

মন্তব্য ফখরুলের
সাইবার নিরাপত্তা আইন মানুষের সঙ্গে প্রতারণার শামিল

‘ডিজিটাল নিরাপত্তা আইন’ এর নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগকে জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি মনে করে সরকার নাম পরিবর্তন করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটি সম্পূর্ণ বাতিল চাই। গত সোমবার মন্ত্রিসভা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামকরণে নতুন আইনের খসড়া অনুমোদন দেয়। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হয়েছিল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের পুরো বিষয়টি আমরা এখনো পাইনি। আমরা দেখতে চাই যে, কি এসেছে তা দেখে গণমাধ্যমের সামনে পরবর্তীতে কথা বলব। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই আইন কোনো মতেই থাকা উচিত নয়, আমরা আইনটি বাতিল চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত