ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সেই নিপার বাড়িতে চসিক মেয়র

দিলেন এক লাখ টাকা সহায়তা
সেই নিপার বাড়িতে চসিক মেয়র

চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় পাহাড়ি ঢল, ভারি বর্ষণ ও জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় নালায় পড়ে মারা যাওয়া কলেজছাত্রী নিপার পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকাল ২টার দিকে ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে তার পরিবারকে দেখতে যান মেয়র। তার মৃত্যুর স্থান হাটহাজারি উপজেলায় হলেও এটি পাহাড়তলী ওয়ার্ডভুক্ত সিটি করপোরেশন এলাকায় বলে জানা গেছে। মেয়র নিপা পালিতের ছোট বোনকে সিটি করপোরেশন এ চাকরির আশ্বাস দেন। এজন্য তাকে কম্পিউটার শিখতে বলেন। নিহত নিপা বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত সোমবার কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে নিপা পানিতে সয়লাব হওয়া নালায় পড়ে যান। সেখান থেকে আর উঠতে পারেননি। স্থানীয়রা বলেছেন, নিপা মৃগি রোগী ছিলেন। তাই পানিতে পড়ে যাওয়ার পর আর উঠা সম্ভব হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত