অবাক করার মতো হলেও সত্যিই অভিযোগ উঠেছে ভারতীয় এক দম্পতির বিরুদ্ধে। গত ২৮ জুলাই ভারতীয় পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর-২৪ পরগনার এক দম্পতি রিলস ভিডিও বানাতে আইফোন কেনার জন্য তাদের আট মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার কাছে পানিহাটির গঙ্গানগরে এ ঘটনা ঘটেছে। এরইমধ্যে সাথী নামে অভিযুক্ত ওই মাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাবা জয়দেব ঘোষকে খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনা প্রকাশ্যে কীভাবে এলো- এর বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই ওই দম্পতির শিশু সন্তানকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। কিন্তু ওই দম্পতি একেবারে ভাবলেশহীন। এদিকে আইফোন-১৪ নিয়ে ঘুরছেন দম্পতি। নতুন ফোন কেনার টাকা কই পান এ নিয়েও তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেন, ওই দম্পতি তাদের সন্তানকে একজনের কাছে বিক্রি করে এবং একটি আইফোন-১৪ কিনেন। যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভালো মানের রিলস বানাতে পারে। এই কর্মকর্তা জানান, অভিযুক্ত নারী তার সন্তানকে বিক্রি করার কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন এই টাকা দিয়ে তারা অনেক জায়গায় ঘুরেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এক মাস আগে এ ঘটনা ঘটেছে এবং এ নিয়ে পুলিশের কাছে গত ২৪ জুলাই একটি প্রতিবেদন করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির সাত বছর বয়সি এক কন্যা সন্তানও আছে। তাকেও বিক্রি করার পরিকল্পনা করেন জয়দেব। তবে তা আর বাস্তবায়ন হয়নি। খবরে বলা হয়েছে, বিক্রি হওয়া শিশুকে প্রিয়াঙ্কা ঘোষ নামে এক নারীর কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনিও একই জেলার বাসিন্দা। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই দম্পতির একজন প্রতিবেশী জানান, দুই লাখ রুপিতে ওই শিশুকে বিক্রি করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় আরো তদন্ত চলছে।