ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বর্ষায় সাদা জুতার যত্ন

বর্ষায় সাদা জুতার যত্ন

বর্তমান সময়ের প্রায় সকল তরুণ-তরুণীরাই ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান। ডেনিম, কালো শার্ট আর সাদা স্নিকার্স নজর কাড়তে এতটুকুই যথেষ্ট। বর্তমানের সাজসজ্জায় কদর বেড়েছে সাদা জুতার। কেবল ফ্যাশন নয়, স্কুল-কলেজপড়ুয়া বেশিরভাগ শিশুকেই পরতে হয় সাদা রঙের কেডস। বর্ষায় সাদা জুতা পরিষ্কার রাখাই খুব ঝামেলার কাজ। কিছু নিয়ম মেনে চললে বর্ষায়ও পরিষ্কার থাকে সাদা জুতা।

তরল সাবান-বেকিং সোডা : থালাবাসন মাজার জন্য আমরা যে তরল সাবান ব্যবহার করি সেটি কিন্তু জুতা সাদা করতেও সাহায্য করে। সঙ্গে মেশাতে হতে বেকিং সোডা। এক চামচ বেকিং সোডার সঙ্গে মিশিয়ে নিন দেড় চামচ সাবান। এবার জুতা পানিতে ধুয়ে ব্রাশ দিয়ে ঘষে প্রাথমিক ময়লাটুকু তুলে নিন। এরপর মিশ্রণটি জুতায় মেখে কিছুক্ষণ রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। জুতাজোড়া সাদা হয়ে যাবে।

টুথপেস্ট : জুতা পরিষ্কার করতে টুথপেস্টও দারুণ কাজ করে। জুতার লাগ লাগা অংশে পেস্ট মেখে ১৫ মিনিট রেখে দিন। এরপর টুথব্রাশ দিয়ে ঘষলেই দেখবেন জেদি দাগ উঠে গেছে।

সঠিক নিয়মে পরিষ্কার করুন : ঘরে ফিরে রোজ কেডস বা স্নিকার্সের সোল থেকে ময়লা পরিষ্কার করে নিন। টুথব্রাশে সাবান-পানি দিয়ে ঘষে তুলে ফেলুন সোলে লেগে থাকা কাদা, নোংরা। জুতার ফিতাও নিয়মিত পরিষ্কার করুন। সরাসরি সূর্যের আলোয় জুতা শুকোতে দেবেন না। এতে সাদা জুতা জেল্লা হারায়। নিয়ম মেনে যত্ন নিলে এই বর্ষায়ও আপনার সাদা জুতাজোড়া থাকবে দাগহীন ও পরিষ্কার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত