ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ল্যাপটপের কি-বোর্ড সমস্যা!

ল্যাপটপের কি-বোর্ড সমস্যা!

ল্যাপটপের কি-বোর্ড কাজ না করা একটা সাধারণ সমস্যা। ধরুন আপনি অফিসের গুরুত্বপূর্ণ কাজ করছেন, তখন হঠাৎ কি-বোর্ড কাজ করছে না। প্রেস করলেই উল্টোপাল্টা নম্বর বা অক্ষর স্ক্রিনের ওপর চলে আসছে। কাজের মধ্যে এ রকম হলে মাথা গরম হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু জানেন কি, আপনি বাড়িতে বসেই কি-বোর্ড ঠিক করতে পারবেন। জেনে নিন খারাপ হওয়া কি-বোর্ড কীভাবে ঠিক করবেন- রিবুট : ল্যাপটপ রিবুট করুন। আসলে সফটওয়্যার না হার্ডওয়্যারের সমস্যা তা তো আমি বা আপনি বুঝব না, তাই ল্যাপটপ একবার রিবুট করে নেওয়া ভাল। অনেক সময় রিস্টার্ট করলে সমস্যা মিটে যায়। কি-বোর্ড পরিষ্কার করুন : কি-বোর্ড সবসময় পরিষ্কার রাখতে হবে। ভালো করে কি-বোর্ড পরিষ্কার রাখলে খারাপ হওয়ার সম্ভাবনা কমবে। আপাতত টুথপিক বা তুলার বাড সরিয়ে খুঁচিয়ে নোংরা, ধুলো ময়লা বের করে নিতে পারেন।

কি-বোর্ড সেটিংস ঠিক করুন : ল্যাপটপের কি-বোর্ড সেটিংস ঠিক না থাকলেও সমস্যা হতে পারে। আগে সেখানে গ-গোল আছে কি না, দেখুন। স্টার্ট মেনুতে গিয়ে সেখান থেকে কন্ট্রোল প্যানেলে যান। এবার কন্ট্রোল প্যানেলে কি-বোর্ড খুঁজে নিয়ে সেটিংস ঠিক করুন।

কি-বোর্ড ড্রাইভার আপডেট করুন : ল্যাপটপের স্টার্ট মেনুতে সার্চ বার টাইপ করুন। সার্চে ডিভাইস ম্যানেজার লিখুন। সার্চে যে নামগুলো উঠে আসবে সেখান থেকে কি-বোর্ড খুঁজে বের করুন। এবার কি-বোর্ড অপশনে রাইট ক্লিক করে প্রপার্টিস সিলেক্ট করুন। প্রপার্টিস থেকে ড্রাইভারে গিয়ে আপডেট ড্রাইভার করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই নতুন ড্রাইভারের অপশন আসবে, সেটা ইনস্টল করে নিন। আনইনস্টল ড্রাইভার : কি-বোর্ড ড্রাইভার আনইনস্টল করলেও সমস্যার সমাধান হতে পারে। একই প্রক্রিয়ায় ডিভাইস ম্যানেজারে যান। সেখান থেকে কি-বোর্ড খুঁজে বের করুন। যদি দেখেন কি-বোর্ড ড্রাইভারের পাশে ‘!’ এই চিহ্নটি আসছে, তাহলে বুঝতে হবে গ-গোল। তখন আন-ইনস্টল করে পুনরায় রি-ইনস্টল করে নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত