ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ফিচার

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ম্যাটেরিয়াল ডিজাইন ৩-এর গাইডলাইন অনুসরণ করে ইউআই ও ইউএক্সে বেশ পরিবর্তন এনেছে। বেটা আপডেটের মাধ্যমে নতুন ইউজার ইন্টারফেসও চালু করা হয়েছে। এর পাশাপাশি নতুন একটি নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি। খবর গিজমোচায়না। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ২.২৩.১৬.১৫ ভার্সনের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিরাপত্তায় ই-মেইল ব্যবহারে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। চলতি বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ একাধিক নিরাপত্তা ফিচার চালু করেছে। এর মধ্যে বিভিন্ন ডিভাইসে অনুমোদিত লেনদেন, ম্যালওয়্যারের বিরুদ্ধে সুরক্ষা এবং স্বয়ংক্রিয় কোডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম। নতুন বেটা আপডেট ব্যবহারকারীর অ্যাকাউন্টে ই-মেইল যুক্ত করার মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা যুক্তের বিষয়টি নিশ্চিত করছে। জানা গেছে, এ ফিচারটি অতিরিক্ত হিসেবে সবার কাছে পৌঁছে যাবে এবং বর্তমানে প্রচলিত টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া থেকে আলাদা হবে। টু-স্টেপ ভেরিফিকেশন থেকে কীভাবে নতুন নিরাপত্তা ফিচারটি আলাদা ও কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তিবিশারদদের মতে, ফিচারটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তার পাশাপাশি নির্ধারিত কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনে সুবিধা দেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত