ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আলকায়েদার হাতে ১৮ মাস বন্দিজীবন

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সুফিউল আনাম

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সুফিউল আনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়েমেনে আলকায়েদার হাতে অপহরণের শিকার থেকে উদ্ধার হওয়া জাতিসংঘ কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লে. কর্নেল (অব.) একেএম সুফিউল আনাম। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সপরিবার সাক্ষাৎ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন। আলকায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই সুফিউল আনামকে উদ্ধার করে। উদ্ধারের পর গত বুধবার বিকালে তিনি দেশে ফিরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত