ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুলের বিবৃতি

আন্দোলনেই সরকারের পতন হবে

আন্দোলনেই সরকারের পতন হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আন্দোলনের মধ্যদিয়েই সরকারের পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখা অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে সরকার এ ধরণের পথ বেছে নিয়েছে। তিনি অবিলম্বে কারাবন্দী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত