ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মোতালেব প্লাজার শৌচাগারে মিলল মরদেহ

মোতালেব প্লাজার শৌচাগারে মিলল মরদেহ

রাজধানীর হাতিরপুল মোতালেব প্লাজার একটি শৌচাগার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম দুলাল মিয়া (৫২)। তিনি ওই মার্কেটের চতুর্থ তলায় মোবাইল পার্টসের দোকানে কাজ করতেন। জানা গেছে। তার বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার কাজি কসবা গ্রামে। গতকাল সকাল ১০টার দিকে মোতালেব প্লাজার চতুর্থ তলার একটি শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, শৌচাগারের প্যানের ওপর পড়েছিল ওই ব্যক্তির মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এসআই আরো বলেন, ওই ব্যক্তি গত বৃহস্পতিবার দুপুরে শৌচাগারে যায়। এরপর আর বের হননি। গতকাল সকালে প্লাজার নারী পরিচ্ছন্নকর্মী শৌচাগার পরিষ্কার করতে গিয়ে দেখে ভেতর থেকে ছিটকানি লাগানো। পরে আশপাশের লোকজন ডেকে ছিটকিনি ভেঙে দেখে দুলাল মিয়া মৃত পড়ে আছেন। পরে থানায় খবর দেন তারা। তিনি জানান, ধারণা করা হচ্ছে অসুস্থ অবস্থায় মারা গেছেন দুলাল মিয়া। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দোকান পার্টসের মালিক ও মৃত ব্যক্তির ফুফাতো ভাই মশিউর রহমান ইমরান বলেন, গত বৃহস্পতিবার আমি দোকানে ছিলাম না। গতকাল সকালে মার্কেটের বাথরুম ভেঙে দুলালের মৃতদেহ পাওয়া যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত