ঢাকা ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে বিএনপির গণমিছিল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন নয়

তত্ত্বাবধায়ক সরকার  ছাড়া দেশে কোনো  নির্বাচন নয়

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি। গতকাল দুপুরে রাজধানীতে পৃথকভাবে এ গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেয়া হবে না। এবারের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারো ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। এবার জনগণ তা হতে দিবে না। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর এলাকা থেকে গণমিছিল শুরু করে। এ সময় মিছিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব?াস নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এই সরকার যেভাবে নির্বাচন করতে চাচ্ছে তা অবশ্যই প্রতিহত করব। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। মির্জা আব?াস বলেন, আমরা এই নির্বাচন কমিশন মানি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সুতরাং যারা অশান্তি সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, এই সরকার বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আর আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত