ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়

ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়

বর্তমান সময়ে ফোনে সব থেকে বেশি প্রয়োজন হয় ইন্টারনেট। সারাদিন অনলাইনে বিভিন্ন কাজের ক্ষেত্রে কখন যে ফোনের ইন্টারনেটটুকু শেষ হয়ে যায় তা বোঝাই যায় না। আর তখনই আমাদের দরকার পড়ে ওয়াইফাইয়ের। নিজের নেট শেষ হয়ে গেলে অন্য কারোর কাছে ধার নিতে হয় ওয়াইফাই। আশপাশের অন্যান্য ব্যক্তিদের থেকে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট নিতে হয়। কিন্তু ইন্টারনেট মিললেও অনেক সময় ওয়াইফাই পাসওয়ার্ড মেলে না। আপনি যদি পরবর্তী সময়ে ওয়াইফাই ব্যবহার করার জন্য তার ওয়াইফাই পাসওয়ার্ডটি জেনে রাখতে চান তার জন্য; কিন্তু ছোট্ট একটা ট্রিক্স রয়েছে। যেখানে অপর প্রান্তের ব্যক্তিটিকে না জানিয়ে তার ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনি জেনে নিতে পারবেন। ১. এর জন্য প্রথমেই আপনাকে আপনার স্মার্টফোনের সেটিংস এ চলে যেতে হবে। ২. সেটিংসে আসার পর কানেকশন নামের যে অপশনটি রয়েছে তাতে ক্লিক করতে হবে। ৩. এরপর আপনার সঙ্গে একটি ‘ওয়াইফাই’ অপশন আসবে, সেটি ক্লিক করলে যে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট আছে, সেটা লং প্রেস করতে হবে। ৪. এরপরই আপনার সামনে আসবে একটি কিউআর কোড (অন্য ফোনে অপশনের মাধ্যমে ছজ ঈঙউঊ আসে)। এবার এই কিউআর কোডের একটি স্ক্রিনশট নিতে হবে। ৫. স্ক্রিনশটটি গ্যালারি থেকে ক্রপ করে কেবল কিউআর কোডটি সেভ করে নিতে হবে। ৬. এবার চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সেখান থেকে কিউআর কোড অ্যান্ড বারকোড অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিন। ৬. এটা ওপেন করলে নতুন একটি উইন্ডো আসবে। সেখানে ইমেজ আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে স্ক্রিনশট সেভ করছিলেন সেটি নিয়ে আসতে হবে। এরপর দেখবেন পাসওয়ার্ড ওপরে দেখাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত