ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাঈদীর মৃত্যুতে সমবেদনা

চট্টগ্রামে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

চট্টগ্রামে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে সমবেদনা জানিয়ে পোস্ট দেওয়ায় তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ। গত বুধবার রাতে তাদের অব্যাহতি দেয়া হয়। সেই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর লিখিত আবেদন করা হয়েছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য মো. আফসার ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। ফেসবুক পোস্টের বিষয়ে মো. রুস্তম, মো. আফসার ও মেহেদী হাসানকে জিজ্ঞাসা করা হয়। কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তাই দল তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত