ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জুরাইনে গ্যাস লিকেজ

বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে মুক্তা খাতুন (৩০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, জুরাইন থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশুসহ পাঁচজন এসেছিলেন। এদের মধ্যে মুক্তা খাতুন চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে মারা যান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তরিকুল ইসলাম আরো বলেন, মুক্তা খাতুনের স্বামী মো. আতাহারের শরীর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মেয়ে আফসানার শরীর ২৫ শতাংশ দগ্ধ, মর্জিনার শরীর ৫ শতাংশ দগ্ধ হয়। গত রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনায় পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার

করে রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের নিয়ে আসা মো. মাহবুব বলেন, কদমতলীর জুরাইন সরদার বাজারের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত