ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারীদের কাজে ভাগ বসাবে এআই

নারীদের কাজে ভাগ বসাবে এআই

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসার পর দেখা যাচ্ছে অনেক কাজেই কোনো মানবকর্মীর প্রয়োজন হচ্ছে না। সেগুলো সহজেই করে ফেলছে এআই। ফলে কাজ হারাতে চলেছে বহু মানুষ। সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, এআই প্রযুক্তির জেরে পুরুষের তুলনায় নারীদের চাকরি খোয়ানোর সম্ভাবনা বেশি। পুরুষের তুলনায় দেড় গুণ বেশি চাকরি খোয়াতে পারেন নারীরা। ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। জেনারেটিভ এআই এবং যুক্তরাষ্ট্রে কাজের ভবিষ্যৎ শীর্ষক এই গবেষণায় ২০৩০ সালের মধ্যে দেশটির চাকরির বাজারের ওপর আলোকপাত করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ৩০ শতাংশ কাজ স্বয়ংক্রিয়ভাবে হবে। গবেষণায় আরো দাবি করা হয়েছে, অফিস সহায়তা, গ্রাহক এবং খাদ্য পরিষেবা- এসব ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা বেশি কাজ করেন। এসব ক্ষেত্রে এআই ব্যবহারের ফলে চাকরি হারাবেন নারীরা। অন্যদিকে স্বাস্থ্য, পরিবহণের মতো পুরুষ প্রধান পরিষেবাগুলোর চাকরিক্ষেত্রে প্রভাব কম পড়বে। রিপোর্টে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন-পরিষেবা দেওয়ার কাজগুলোর ৮০ শতাংশই নারীরা করেন। এমনকি ৬০ শতাংশ অফিস সহায়তার কাজ করে থাকেন নারীরা। এই দুই কাজেই ভাগ বসাবে এআই। ইনস্টিটিউ অব প্রাইভেট এন্টারপ্রাইজের করা একটি সমীক্ষায় দেখা গেছে, মার্কিন কর্মী বাহিনীতে ১০ জনের মধ্যে আটজন নারী এমন পেশায় রয়েছেন, যারা জেনারেটিভ এআই অটোমেশনের জন্য তাদের কাজ হারাতে পারেন। শুধু কাজ হারানোর সতর্কতা নয়, নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনার ব্যাপারেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে প্রমাণপত্রের পরিবর্তে দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে। পরিসংখ্যান ও সমীক্ষা থেকে একটি বিষয় পরিষ্কার যে চাকরির বাজারে বড়সড় থাবা বসাতে চলেছে এআই প্রযুক্তি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত