ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এক ট্রলারেই ৬০ লাখ টাকার ইলিশ

এক ট্রলারেই ৬০ লাখ টাকার ইলিশ

রুপালি ইলিশের ঝিলমিল আলোয় হাসি ফুটেছে জেলেদের। সাগর থেকে ট্রলার প্রতি ১ থেকে ৯ হাজার ইলিশ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন জেলেরা। গতকাল শুক্রবার সকালে মৎস্য অবতরণ ঘাটে কথা হয়েছে, এফবি আল্লাহ দান ট্রলারের মাঝি আবদুল মালেকের সাথে। তিনি জানিয়েছেন, সাগরে এখন ইলিশ। তার ট্রলারে ধরা পড়েছে ৯ হাজার ইলিশ, যা বিক্রি হয়েছে ৬০ লাখ টাকায়। শুধু এই ট্রলার নয়; প্রতিটি ট্রলার হাজারের বেশি ইলিশ নিয়ে ফিরছেন জেলেরা। জেলে রফিকুল আনোয়ার জানান, গতকাল ইলিশ নিয়ে শতাধিক ট্রলার ঘাটে ফিরে। যেখানে গতকাল একদিনে ৭০ মেট্রিক টনের বেশি ইলিশ আনা হয়েছে। সরবরাহ বেশি থাকায় আকারভেদে ৩০০ থেকে ২০০ টাকা কমেছে প্রতি কেজি ইলিশের দাম। ট্রলার থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নামানো পর অবতরণ কেন্দ্রের তিনটি পল্টুনে ইলিশ রাখার স্থান না পেয়ে মজুত করতে দেখা গেছে খোলা মাঠেও। ব্যবসায়ী জয়নাল আবেদীন জানিয়েছেন, অনেক দিন ইলিশের দেখা পেয়েছে, যা ক্রয় করে চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে কক্সবাজারে বাজারেও পৌঁছে যাচ্ছে ইলিশ। ব্যবসায়ী জানে আলম পুতু জানান, গতকাল সকাল থেকে ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। তবে বড় ইলিশের দাম আলাদা। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ বদরুদ্দৌজা জানিয়েছেন, অবতরণ কেন্দ্রে ক্রমান্বয়ে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ, যার কারণে রাজস্ব আদায়ও বাড়ছে। গত তিন দিনের কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে ১০০ মেট্রিক টনের বেশি ইলিশ। আর গতকাল একদিনে ৭০ মেট্রিক টনের বেশি ইলিশ সরবরাহ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত