ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হ্যাকিংয়ের ঝুঁকিতে অ্যানড্রয়েড ডিভাইস

হ্যাকিংয়ের ঝুঁকিতে অ্যানড্রয়েড ডিভাইস

হ্যাকিংয়ের ঝুঁকিতে আছে লাখ লাখ অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী। অ্যানড্রয়েড ভার্সন ১০, ১১, ১২ এবং ১২এল অপারেটিং সিস্টেমচালিত ফোন ব্যবহারকারীরা এই ঝুঁকিতে আছেন। ঝুঁকি এড়াতে দ্রুতই ফোনটির সফটওয়্যার আপডেট করুন। ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন জানিয়েছে, এই দুর্বলতাগুলো আক্রমণকারীর দ্বারা সংবেদনশীল তথ্য পেতে, উন্নত সুযোগ-সুবিধা অর্জন করতে এবং লক্ষ্যযুক্ত সিস্টেমে পরিষেবা অস্বীকার করতে পারে। সংস্থাটি জানিয়েছে, এই দুর্বলতাগুলো ফ্রেমওয়ার্ক, অ্যান্ড্রয়েড রানটাইম, সিস্টেম কম্পোনেন্ট, গুগল প্লে সিস্টেম আপডেট, কার্নেল, আর্ম উপাদান, মিডিয়া উপাদান এবং কোয়ালকম ক্লোজ-সোর্স উপাদানগুলোর ত্রুটিগুলোর কারণে ঘটে। আপনার অ্যানড্রয়েড ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে লেটেস্ট সিকিওরিটি প্যাচে আপডেট করা উচিত। ইতিমধ্যে গুগল এই দুর্বলতাগুলো সমাধান করতে সিকিউরিটি প্যাচ রিলিজ করেছে। অ্যানড্রয়ে ফোনের জন্য আপডেট কীভাবে চেক করবেন- প্রথমে ফোনের সেটিংস অপশনে চলে যান। সিস্টেমে ট্যাপ করুন। এরপর সিস্টেম আপডেটে ট্যাপ করুন। এখানে আপনার জন্য যদি সত্যিই কোনো আপডেট থাকে, তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে ইনস্টল করে নিন। সেখানে আপনাকে ঠিক যেমন নির্দেশ দেওয়া হবে, সেই অনুযায়ী ফলো করে আপডেটের প্রক্রিয়াটি শেষ করুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত