ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ফোন চার্জ দিয়ে ঘুমালেই বিপদ!

ফোন চার্জ দিয়ে ঘুমালেই বিপদ!

অনেকেই ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। আপনারও যদি এই বদ অভ্যাসটি থাকে, তবে এখনই সাবধান হোন। টেক জায়ান্ট অ্যাপল জানিয়েছে, সারারাত ফোন চার্জে রাখলে ডিভাইসটির যেমন ক্ষতি হতে পারে। তেমনি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। রাতে ফোন চার্জ দেওয়া নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে আইফোন নির্মাতা। বিশেষ করে যারা ফোন চার্জ দিয়ে তার পাশে ঘুমান। এই প্রবণতা ফলে যে বিপদের সম্মুখীন হতে পারে তারা সেই আশঙ্কার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সঠিক উপায়ে ফোন চার্জিংয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সম্প্রতি একটি ঘোষণা জারি করেছে অ্যাপেল। এই ঘোষণায় চার্জিং তারের সঙ্গে সংযুক্ত একটি ডিভাইসের পাশে ঘুমোনোর ঝুঁকিগুলোতে প্রকাশ্যে এনেছে এই মার্কিন জায়ান্ট। আইফোন নির্মাতা জানিয়েছে, চার্জিং তারের পাশে ঘুমোনোর ফলে ইউজাররা আগুন, বৈদ্যুতিক শক, আঘাত বা ফোন ক্ষতির মতো ঝুঁকির সম্মুখীন হতে পারে। তাই গ্রাহকরা যাতে এমন একটি এলাকায় ফোন চার্জ দেওয়ার কথা জানিয়েছে যেখানে পর্যাপ্ত বায়ু চলাচল রয়েছে। খোলামেলা জায়গায় ফোন চার্জ দিলে সম্ভাব্য ঝুঁকিগুলো এড়ানো যাবে। পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের চার্জ হওয়া ফোন বালিশ বা কম্বলের নিচে না রাখার জন্য সতর্ক করেছে। কারণ, চার্জিংয়ে থাকাকালীন ফোন ভীষণ গরম থাকে। এই অভ্যাসের ফেল মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন তারা। অ্যাপেলের মেসেজে বলা হয়েছে, কোনো ডিভাইস, পাওয়ার অ্যাডাপটার বা ওয়্যারলেস চার্জারগুলো চার্জ হওয়া অবস্থায় এগুলিকে কম্বল, বালিশের নিচে রাখবেন না।

অন্যের চার্জার ব্যবহার : ডিভাইসের জন্য দেওয়া চার্জার ছেড়ে অনেকেই অন্য চার্জার ব্যবহার করেন। এই মর্মে অ্যাপেল জানিয়েছে, থার্ড পার্টি চার্জার থেকে ইউজারদের বিরত থাকতে হবে। বিশেষ করে সেই সব সস্তা প্রোডাক্ট যেগুলো গুণগত মান মেনে উৎপাদন করা করা হয়নি। তাদের আইফোনের জন্য তৈরি ও সুপারিশ করা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিধি মেনে চলে এমনই চার্জারই ব্যবহার করা উচিত।

পাওয়ার অ্যাডাপটার : অ্যাপলের মতো, ইউএসবি ২.০ বা তার বেশি স্ট্যান্ডার্ডের যে পাওয়ার অ্যাডাপটার ও ক্যাবল রয়েছে সেগুলো দিয়েই আইফোন চার্জ করা যাবে, তবে নিরাপত্তা বিধি মানতে হবে। পাশাপাশি কোনো প্রকার লিকুইড, পানির পাশে চার্জ যেন না দেওয়া হয় এবং একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও বাতিল হয়ে যাওয়া চার্জারগুলো অবিলম্বে বর্জন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত