ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবি পরিদর্শনে জাইকা প্রতিনিধিদল

বশেমুরকৃবি পরিদর্শনে জাইকা প্রতিনিধিদল

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদের নেতৃত্বে সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মারী মিওরা, প্রোগ্রাম এডভাইজর কুবুতা হিরোয়াকিসহ চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। জাইকাণ্ডইপসা-বশেমুরকৃবি সম্পর্কের অব্যাহত উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির ভূয়সী প্রসংশা এবং ভবিষ্যৎ দ্বি-পাক্ষিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র সম্পর্কে আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সাফল্য কৃষি শিক্ষায় উৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইপসা প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টিকে দেশের শীর্ষস্থান অর্জনে জাইকার অব্যাহত সহযোগিতা স্মরণ করে ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া শিক্ষকদের উচ্চশিক্ষায় জাপানের বিশ্ববিদ্যালয়সমূহ এ প্রতিষ্ঠানের শিক্ষকদের অগ্রাধিকার প্রদান করায় জাপান সরকারকে ধন্যবাদ জানান। মতবিনিময় শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, লাইব্রেরি, ক্লাসরুমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ পরিদর্শন করেন। প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জাইকার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত