ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

২১ আগস্ট

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

শোকাবহ ২১ আগস্টের সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে টুঙ্গিপাড়া উপজেলা ও অসহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ শোকাবহ ২১ আগস্টের শ্রদ্ধা জানান।

এরপর টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পাটগাতী, ডুমুরিয়া, কুশলী, বর্ণি ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধ, ১৫ আগস্টের শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি এবং সাফল্য কামনায়। এরপর দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জিয়াউল বশির টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্রনাথ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রশিদ তারিক, প্রচার সম্পাদক গাজী বশার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. গাজী নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খোকন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজী জোনাকী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এ সময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত