ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

ভান্ডারিয়ায় আমড়ার ভালো ফলন

ভান্ডারিয়ায় আমড়ার ভালো ফলন

পিরোজপুরের ভান্ডারিয়ার সুস্বাদু আমড়া দেশের খ্যাতিজোড়া। এখানে উৎপাদিত আমড়া আকারে বড়। বর্ষা মৌসুমের এ ফলটি যেমন আঞ্চলিক সড়কগুলোর শোভা বর্ধন করে, তেমনি এই সুস্বাদু ফল উপজেলার কৃষকের আয়ের অন্যতম মাধ্যম। আমড়ার পুষ্টিগুণ দিয়ে অর্থকরী ফল হিসেবেও নিজের জায়গা করে নিয়েছে। এ উপজেলার আবহাওয়া ও জলবায়ু আমড়া চাষের জন্য খুবই উপযোগী। ফলন ও বাজার দর ভালো থাকার ফলে আমড়া চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়ায় এ বছর প্রায় ৪০ থেকে ৫০ হেক্টার জমিতে আমড়া চাষ হয়েছে। ভান্ডারিয়ায় উপজেলার আঞ্চলিক সড়ক পথে যেতে যেতে দেখা যায় গাছে গাছে ঝুলছে সুস্বাদু আমড়া। এখানকার উৎপাদিত আমড়া শুধু ঢাকা নয়, দেশের প্রায় সব জেলায় সরবরাহ করা হয়। গত বছরের তুলনায় এই উপজেলায় চলতি মৌসুমে আমড়ার ভালো ফলন হয়েছে। উপজেলা ভিটাবাড়িয়া, ইকড়ি, ধাওয়া ও তেলিখালীতে আমড়ার আবাদ বেশি হয়। আঞ্চলিক সড়ক ছাড়াও প্রতিটি বাড়িতে আমড়াগাছ রয়েছে। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আমড়া গাছ নেই। অনেক কৃষক ফসলি জমিতে আমড়ার বাগান করেছেন। বাগান থেকে বছরে লাখ লাখ টাকা আয় হয় চাষিদের। শ্রাবণ ভাদ্র মাসে আমড়া পরিপক্ব হলেও বেপারিরা ফাল্গুন, চৈত্র মাসে কুড়ি দেখেই আগাম টাকা দিয়ে গাছ কিনে রাখেন। আবার অনেক চাষি নিজেরাই বাজারে আমড়া বিক্রি করেন। সংখ্যা ও মানভেদে প্রতিটি গাছের ফল বিক্রি হয় ৩ থেকে ৬ হাজার টাকায়। অন্যদিকে তেমন কোনো পরিচর্যা ও সার কিটনাশক ছাড়াই এর ফলন পাওয়ায় এবং বছরের মন্দার সময় অর্থ আসায় এটি চাষে আগ্রহ অনেক। আমড়া চাষি মিলন শরীফ জানান, উৎপাদন খরচ কম হওয়ায় এবং আবহাওয়া ও জলবায়ু আমড়া চাষের উপযোগী থাকায় এর ফলনও বেশি।

তাছাড়া বর্তমানে পদ্মা ব্রিজ হওয়ায় এটি বিপণনের সুবিধাও বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আমড়া

উৎপাদনের কৃষকের আগ্রহ বেড়েছে। ‘কৃষি বিভাগ থেকে আমড়া চাষিদের সব রকমের পরামর্শ প্রদান করা হয়েছে, যার ফলে এ বছর ভালো ফলন পেয়েছেন চাষিরা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত