ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে বিপুল পরিমাণ সেগুন গাছ জব্দ

চট্টগ্রামে বিপুল পরিমাণ সেগুন গাছ জব্দ

টানা কয়েকদিনের নজরদারীর পর অবশেষে প্রায় ৫০০ ঘনফুট সেগুন গাছ উদ্ধার করা হয়েছে। উপজেলার উদালিয়া এলাকায় সৃজিত বাগান থেকে গতকাল সোমবার দুপুরে এ গাছগুলো জব্দ করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে চিহ্নিত একটি চক্র ওই এলাকায় গাছ নিধনে ব্যস্ত। থানা ও আদালতে একাধিক মামলা থাকার পরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি বাগানের গাছ কেটে ব্যবসা করতে থাকে। বিপুল পরিমাণ সেগুন গাছ কাটা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা নজরদারী রাখে। অবশেষে রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাছগুলো জব্দ করা হয়। অভিযানে মন্দাকিনী বিট কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, হাটহাজারী স্টেশন কর্মকর্তা রাজিব উদ্দিন ইব্রাহীমসহ নাজিরহাট ডিপো, কালুরঘাট ডিপো, শোভনছড়ি বিট, উপজেলা প্রশাসন, র‌্যাব ও পুলিশ অংশগ্রহণ করে। জব্দকৃত গাছের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কারো হুমকি ধমকিকে ভয় করে অভিযান বন্ধ হবে না। সরকারের বন রক্ষায় অভিযান নিয়মিত চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত