দীর্ঘদিন পর রাজপথে বিশাল শোডাউন

শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে : সম্রাট

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর রাজধানীতে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে গতকাল সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকাল ১০টা ২০ মিনিটে বিশাল কর্মী বাহিনী নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেসক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট। এ সময় প্রেসক্লাব, হাইকোর্ট চত্বরে প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট স্লোগান দিতেও দেখা গেছে। এ সময় সম্রাটসহ তার অনুসারীদের হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাতে গেছে।

এ সময় যুবনেতা ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে।

উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, দীর্ঘদিন পর বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্যদিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন, তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে। এর আগে সকাল ৯টা থেকে প্রেসক্লাব ও হাইকোর্ট চত্বর এলাকায় জড়ো হতে শুরু করেন সম্রাট অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। মাথায় কালো কাপড় বেঁধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইসমাইল চৌধুরী সস্রাটের নেতৃত্বে জঙ্গিবাদ, মৌলবাদের আস্থানা রাখব না’- ইত্যাদি স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

প্রেসক্লাব চত্বর থেকে শিক্ষা ভবন হয়ে হাইকোর্ট চত্বর ছাড়িয়ে যায় হাতে হাত ধরে সারি বাঁধা নেতাকর্মীদের লাইন। প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাওয়ার আগে ইসমাইল চৌধুরী সম্রাটকে পায়ে হেঁটে হাইকোর্ট চত্বর পর্যন্ত সারিবাঁধা নেতাকর্মীদের খোঁজ নিতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরাও সম্রাটকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নেতাকর্মীরা বলেন, যুবনেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু রাজপথের কর্মী সম্রাটকে দূরে সরিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধু আদর্শের কর্মী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে সকল অপশক্তিকে রাজপথে রুখে দিতে সম্রাট মাঠে নেমেছেন। তারা বলেছেন, বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্যদিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড হিসেবে রাজপথে অবস্থান নিয়ে আবারো নিজের অবস্থানের জানান দিয়েছেন তিনি।