ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আদালতের আদেশ

স্কুলের সীমানায় ঢুকতে পারবেন না ছাত্রীকে বিয়ে করা মুশতাক

স্কুলের সীমানায় ঢুকতে পারবেন না ছাত্রীকে বিয়ে করা মুশতাক

ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে আদালত বলেছেন, মোস্তাক গভর্নিং বডির কোনো কার্যক্রম ও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি স্কুলের সীমানায়ও ঢুকতে পারবেন না। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে আরো কোনো শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন। তাই এমন আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গতকাল সোমবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়। যিনি ওই ছাত্রীকে বিয়ে করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত