ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ঢাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে হলের ১৬৫ নম্বর রুমে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম মঞ্জুরুল ইসলাম। তবে অনেকের ধারণা, মঞ্জুরুল ইসলাম আত্মহত্যা করে থাকতে পারেন। মঞ্জুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তাঁর মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বিকালে আলোকিত বাংলাদেশকে বলেন, তার মৃত্যুর বিষয়টি প্রভোস্টের মাধ্যমে জেনেছি। অনেকেই বলছে সে আত্মহত্যা করেছে। কিন্তু এটা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বলা যাবে, সে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণ ছিল।

এদিকে মঞ্জুরুল ইসলামের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহপাঠী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অনেকেই তার এমন মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত