অন্যরকম
বিশ্বের সবচেয়ে দামি চায়ের কেটলি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
কাজের ফাঁকে চা ছাড়া অনেকেরই চলে না। চায়ের কথা আসতেই মাথায় আসে চায়ের পানি তৈরির কেটলির কথা। তবে এখানে সাধারণ কেটলির কথা বলা হচ্ছে না। নাম ও মূল্যের কারণে রীতিমতো গিনেস রেকর্ডে উঠেছে এই কেটলি। নাম দেওয়া হয়েছে দ্য ইগোইস্ট বা অহংকারী। রিপাবলিক ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, কেটলিটি তৈরি স্বর্ণ, হিরাসহ মনিমুক্তা দিয়ে। পাত্রটির গায়ে নিখুঁতভাবে বসানো হয়েছে কয়েক হাজার ছোট সাইজের হিরা। এর দিকে তাকালেই আলোর ঝলকানিতে চমকে উঠছে চোখ। বহুমূল্য কেটলিটি তৈরি করেছেন ‘দ্য ইগোইস্ট’র কারিগর নির্মল শেঠিয়া। কোটিপতি ব্যবসায়ী বর্তমানে ব্রিটেনের বাসিন্দা হলেও জন্ম ভারতের কলকাতায়। পরবর্তীকালে কর্ম সূত্রে বিদেশে পাড়ি দেন তিনি। ‘দ্য ইগোইস্ট’ বা ‘অহংকারী’কে সাজানো হয়েছে স্বর্ণ, হিরা এবং চুনি বসিয়ে। হাতল হাতির দাঁতের। ডিজাইন নির্মল শেঠিয়ার হলেও কেটলিটিকে রূপ দিয়েছেন ইতালির গয়নার কারিগর ফুলভিয়ো স্কেভিয়া। খবরে বলা হয়েছে, কেটলিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট স্বর্ণ। ১৬৫৮টি হিরা নিখুঁতভাবে বসিয়ে ডিজাইন করা হয়েছে। ভেতরের অংশটি স্বর্ণের, ঢাকনাটি স্বর্ণের ওপর হিরা দিয়ে মোড়া। ৬.৬৭ ক্যারেটের একটি চুনি কেটলির ঠিক মাঝখানে বসানো হয়েছে। সম্প্রতি কেটলির ছবি টুইট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এর ২০১৬ সালের মূল্য জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ। সেখানে দাম উল্লেখ করা হয়েছে ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা।